খুলনা, বাংলাদেশ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী আজ
সাতক্ষীরায় আমে ইথেফোন স্প্রে

ঐতিহ্য হারাচ্ছে সু-স্বাদু হিমসাগর ও ল্যাংড়া আমের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার সু-স্বাদু গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের আমের কদর আছে দেশ-বিদেশে। সাতক্ষীরায় উৎপাদিত আম শুধু বাংলাদেশের বাজারে নয়, আন্তর্জাতিক বাজারেও বেশ জনপ্রিয়। কিন্তু একটি অসাধু চক্র অধিক মুনাফা লাভের আশায় দ্রুত পাকানোর জন্য আমে ইথেফোন নামের একটি রাসায়নিক পদার্থ স্প্রে করে বাজারজাত করছে। ফলে সাতক্ষীরার সুস্বাদু আমের সুনাম নষ্ট হতে বসেছে।

স্থানীয় ব্যবসায়িদের প্রত্যক্ষ মদদে বাজারের আড়ৎদাররা সাতক্ষীরার আমের সুনাম নষ্টের এই হীনচক্রান্তে লিপ্ত হয়েছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে প্রায় ৫ হাজার আম বাগান রয়েছে। চলতি বছর এখান থেকে ৬২ হাজার ৮০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। যার মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। যেখান থেকে আয় হবে প্রায় ৪ হাজার কোটি টাকা।

জেলার সবচেয়ে বড় আমের আড়ৎ হচ্ছে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার। আম বিক্রির মৌসুর শুরু হলে বাজারের দক্ষিণ পাশে মাঠে বসে আমের আড়ৎ। জেলার বাইরে থেকে পাইকাররা এখানে এসে আম কিনে দেশের বিভিন্ন বাজারে পাঠায়। প্রতিদিন এখান থেকে প্রায় ১৫টি ট্রাকে ৬ হাজার ক্যারেটে এক লাখ কেজির বেশি আম জেলার বাইরে যায়।

কিন্তু এই আম ক্যারেটে ভরার আগে আড়তের মাটিতে বিছিয়ে ইথেফোন নামের একটি রাসায়নিক পদার্থ স্প্রে করা হয়। এতে করে অপরিপক্ক আমও দ্রুত পেকে যায়। পরের দিন গন্তব্যে পৌছানোর পর প্রায় খাওয়ার উপযোগি হয়ে যায় এই আম। স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ বিষয়টি জানলেও তারা না জানার ভ্যান করে থাকেন।
বুধবার (২৮ মে) দুপুরে সাতক্ষীরার শহরেরর সুলতানসপুর বড়বাজারের জনৈক নাজমুলের আমের আড়তে গিয়ে দেখা গেছে একটি লোক মাটিতে বিছানো আমে ইথেফোন স্প্রে করছেন। এভাবে বাজারের পাশে মাঠে গড়ে উঠা অস্থায়ী আমের আড়তের প্রায় সব ঘরে খড় অথবা ত্রিপল বিছিয়ে তার উপর আম বসানো রয়েছে। স্প্রে করার পর বিকালে ক্যারেট ভরে তা লোড করা হবে ট্রাকে। আমে স্প্রে করার জন্য আড়ৎদারদের নির্দিষ্ট খাজনা ছাড়াও গুনতে হয় অতিরিক্ত টাকা। এসব আম কিনে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আড়তদার জানান, প্রতিটি আমের ক্যারেটে বাজার কমিটি, পুলিশ ও সাংবাদিকদের জন্য পৃথকভাবে ১০ টাকা করে দিতে হয়। এছাড়া আড়ৎদারি ও কুলি বাবদ দিতে হয় আরো ২০ টাকা। এভাবে প্রতি ক্যারেট আমে তাদের ৭০ থেকে ৮০ টাকা খরচ হয়। যে কারণে আমে ইথেফোন স্প্রে করার বিষয়টি জানলেও কেউ কিছু বলে না। এভাবে প্রতিদিন প্রায় ৬ হাজার আমের ক্যারেট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সাতক্ষীরার শহরের সুলতানপুর বড় বাজারের কাঁচা পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, সাতক্ষীরার এই বাজার থেকে প্রতিদিন কমপক্ষে ১৫ ট্রাকে ৬ হাজার ক্যারেটে প্রায় এক লাখ কেজি আম দেশের বিভিন্ন বাজারে চলে যায়।

বাজারের কিছু-কিছু আড়ৎদাররা চুরি করে আমে স্প্রে করে স্বীকার করে তিনি বলেন, আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি তারপরও সবার চোখ ফাঁকি দিয়ে অনেকে এই কাজ করছে। আগামীকাল থেকে কেউ আর আমে স্প্রে করতে পারবে না বলে তিনি জানান। তবে আড়তদারদের কাছ থেকে আমের ক্যারেট প্রতি পুলিশ ও সাংবাদিকদের নামে ১০ টাকা করে আদায়ের বিষয়টি অস্বীকার করেন তিনি।

সাতক্ষীরার নাগরিক নেতা আলী নুর খান বাবুল জানান, প্রতি মৌসুমে দেশের গোন্ডি পেরিয়ে ২০১৫ সাল থেকেই আমেরিকা ও ইউরোপে নিয়মিত রপ্তানি হচ্ছে সাতক্ষীরার আম। যা জেলার অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এভাবে আম পাকনোর জন্য রাসায়নিক দ্রব্য ইথেফোন ব্যবহার করা হলে একদিন সাতক্ষীরার আম তার ঐতিহ্য হারাবে।

একটি কুচক্রি মহল পরিকল্পিতভাবে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করার জন্য এধনের হিন কাজ করছে। তিনি এ বিষয়ে জরুরী পদক্ষে নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ইথেফোন জাতীয় রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফলে স্বাদে পরিবর্তন আসতে পারে জানিয়ে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন বলেন, স্বাভাবিকভাবে পাকনো আমের যে স্বাদ বা গন্ধ বা অন্যান্য গুনাবলী থাকে রাসায়নিক ব্যবহারের ফলে গুণাবলী সেই একই মানের হবে না। এছাড়া ইথেফোন, বিশেষ করে উচ্চ ঘনত্বে, মানুষের জন্য বিষাক্ত হতে পারে এর সংস্পর্শে লালা, ডায়েরিয়া, পেট ফাঁপা, এবং মাথা ঘোরার মতো স্নায়বিক প্রভাব সহ বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের আমের কদর আছে দেশ বিদেশে। ২০১৫ সাল থেকে সাতক্ষীরার আম ইউরোপে নিয়মিত রপ্তানি হচ্ছে, যা জেলার অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে কোন ক্যামিকেল ব্যবহার করলে আমের গুনাগুণ নষ্ট হয়ে যাবে। জেলা প্রশাসক মহাদয়ের সাথে আলাপ করে এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে জানার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সরকারি মোবাইলে একাধিকবার রিং করলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!