খুলনার ডুমুরিয়ায় সাবেক স্ত্রী পারভীন বেগমকে হত্যা মামলা রহস্য উদঘাটন হয়েছে। আসামী লিটন মোল্যা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। হত্যার আলামত উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান।
তিনি বলেন, জেলার ডুমুরিয়া উপজেলা সদরের মহিলা কলেজের পার্শ্বে মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে পারভীন বেগম (৪০) নামের এক নারীকে তার সাবেক স্বামী ডুমুরিয়া সদরের লিটন মোল্যা (৩৫) ছুরি মেরে ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত নারীর মেয়ে নুর জাহান বেগম বাদী হয়ে লিটন মোল্যার বিরুদ্ধে ১৫জুন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ হত্যার ঘটনার সাথে জড়িত থাকায় লিটন মোল্যাকে গ্রেফতার করে ১৬ জুন বুধবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আ্দালতে উপস্থিত করে ১৬৪ধারায় জবানবন্দীর আবেদন জানালে আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া খুনের ঘটনায় ব্যবহৃত রক্তমাখা চাকু, শাবল, কাঠের বাটাম ও রক্তমাখা লুঙ্গী আলামত হিসাবে উদ্ধার করেছে পুলিশ।