সাতক্ষীরায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের অবৈধ নির্বাচন কমিশন বাতিল সহ দুর্নীতিবাজ সাধারণ সম্পাদকের নানাবিধ অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। শনিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, কোচ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু অশ্রমিককে সমিতির সদস্য বানিয়ে তাদেরকে কার্ড দেয়া হয়েছে। যাচাই বাছাই করে অশ্রমিকদের কার্ড বাতিল ও সংশোধন করার পাশাপাশি শ্রমিক ইউনিয়নের অবৈধ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। ইউনিয়নের আয় ব্যয়ের সঠিক হিসাব প্রদান করে পুনরায় সাধারণ সভা আহ্বান পূর্বক সমিতির দুই তৃতীয়াংশ শ্রমিকের মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
মানববন্ধনে মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি বলেন, যথাক্রমে দুর্ঘটনায় মৃত্যুবরণ কারী শ্রমিকের পরিবারকে নগদ পঞ্চাশ হাজার ও স্বাভাবিক মৃত্যু হলে শ্রমিকের পরিবারকে ত্রিশ হাজার টাকা প্রদান করতে হবে। শ্রমিকের কন্যা সন্তানের বিবাহ অনুষ্ঠানে নগদ দশ হাজার টাকা প্রদানের পাশাপাশি বয়স্ক ভাতা নগদ তিন হাজার টাকা প্রদান ও কোন শ্রমিক কঠিন কোন রোগে আক্রান্ত হলে তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার দায়িত্ব সমিতিকে নিতে হবে। করোনার কারনে যে সকল শ্রমিক কার্ড নবায়ন করতে পারেনি তাদের কার্ড গুলো ফ্রি নবায়ন করে দিতে হবে এবং যে সকল শ্রমিকদের কার্ড সাধারণ সম্পাদক জাহিদ আটকে দিয়েছে সে সকল শ্রমিকদের সকল কার্ড ফ্রি দিতে হবে ।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক কাজী আখতারুজ্জামান মহব্বত বলেন, করোনাকালিন সময়ে সাধারণ সম্পাদক জাহিদ শ্রমিকের পাশে না দাড়িয়ে শ্রমিকদের কার্ড নবায়নের টাকা ও ইউনিয়নের দু’টি গাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি আলিশান বাড়ি বানিয়েছেন। তিনি এসব বিষয়ে তদন্ত কওে ব্যবস্থা নিতে দুদক ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবর, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শফিউল ইসলাম শফি, সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম কবির, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জুলফিকার হোসেন সবুজ ও সদস্য মহিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য মোঃ সাইফুল ইসলাম।
খুলনা গেজেট/কেএ