করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন সফল করতে সাতক্ষীরায় পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক মোটর সাইকেল র্যালী ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) বেলা ১১ টায় সদর থানা চত্বর থেকে এই র্যালীটি বের করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ও ট্রাফিক পুলিশের মোটর যান পরিদর্শক (টিআই) কামরুজ্জামান বকুল এর নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হয়েছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সদর থানার অফিসার ইনচাজ (ওসি) দেলোয়ার হুসেন বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউন সফল করতে এবং সাধারণ মানুষের সচেতন করতে এই মোটর সাইকেল র্যালী বের করা হয়। এসময় জরুরি প্রয়োজনে যারা মাস্ক ছাড়া বাইরে এসেছিলেন তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই