খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
পৌরসভা নির্বাচন

সাতক্ষীরায় মেয়র পদে ৫ কাউন্সিলর পদে ৭০ জনের মনোনয়ন জমা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। চতুর্থ ধাপে পৌর নির্বাচনের তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে মোট ৭০ জন প্রার্থী তাদের মনোয়ন পত্র জমা দিয়েছেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবীর জানান, বিকাল ৫ পর্যন্ত মেয়র পদে মোট ৫ জন মনোয়নয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ নাসেরুল হক, বিএনপি দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা ও বর্তমান মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনয়ন জমা দিয়েছেন এস এম আব্দুর রউফ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু এবং জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক জেলা সেক্রেটারী নুরুল হুদা।

এদিকে, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৭০ জন প্রার্থী তাদের মনোয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৫৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১২ জন।

তিনি আরো জানান, ১৯ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই বাছাই ও ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার। প্রতিক বরাদ্দ দেয়া হবে আগামী ২৭ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

উলে­খ্য সাতক্ষীরা পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ জন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!