খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

সাতক্ষীরায় মানব পাচার রোধে করণীয় শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মানব পাচারের শিকার ভিকটিমদের আর্থ সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে মানিব পাচার রোধে উদ্বুদ্ধকরণ সভা বুধবার সকাল ৯ টায় সদর উপজেলা ডিজিটাল ট্রেনিং কাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। রাইটস যশোর এই সভার আয়োজন করে।

মানবাধিকার কর্মী ও দীপ্ত টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথির বক্তব্য রোখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাতক্ষীরা শাখার উপপরিচালক আশীষ কুমার মন্ডল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত, প্রজেক্ট অফিসার প্রণব ধর প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানব পাচার একটি দীর্ঘদিনের সমস্যা। বাংলাদেশের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সীমান্ত রয়েছে ভারতের। তাই বাংলাদেশ থেকে ভারতে মানব পাচার বেশি হয়ে থাকে। এ ছাড়া আভ্যন্তরীন পাচার ছাড়াও ভাল কাজের প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক পাচার চক্র এ দেশের নারীদের মালয়েশিয়া, সৌদি আরব, ওমান, কাতারসহ বিভিন্ন দেশে পাচার করছে। সেখানে তাদেরকে যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতন করা হয়। নির্যাতিতদের অধিকাংশদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না।

বক্তারা আরো বলেন, অভিযোগ পাওয়ার পর যশোর রাইটস বিভিন্ন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা, থাকার ব্যবস্থা, তাদের সুস্থ সামাজিক অবস্থায় ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করার কাজ করে যাচ্ছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজ সেবা অধিদপÍর, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, বিআরডিবিসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ওইসব ভিকটিমদের জীবনের মানউন্নয়নে ভূমিকা রাখলে তারা একটি অভিশপ্ত জীবন থেকে রক্ষা পাবে। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। মানবপাচার প্রতিরোধে সীমান্ত গ্রামবাসিকে সচেতনের পাশাপাশি সীমান্ত সুরক্ষার কাজে নিয়োজিত বিজিবিকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। মানব পাচার প্রতিরোধে পাচারকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর রাইটস এর প্রকল্প কর্মকর্তা প্রণব ধর।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!