সাতক্ষীরা শহরের পৌরদীঘিতে গোসল করতে নেমে সাতার কাটার সময় পানিতে ডুবে মহিবুল্লাহ সরদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২২ আগষ্ট) রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর দীঘিতে গোসল করার সময় এঘটনা ঘটে। পরে খুলনা থেকে ডুবুরী এসে রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
মহিবুল্লাহ সরদার (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে মাঝেরপাড়া গ্রামের দ্বীন আলী সরদারের ছেলে ও শহরের কাছারিপাড়া এলাকার আব্দুস সামাদের বাড়ির ভাড়াটিয়া। তিনি সদর রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ হিসাবে কর্মরত ছিলেন।
সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলের নবম শ্রেণীর ছাত্র ও শাল্যে গ্রামের মাহিম সরদার জানান, তার বাবা মহিবুল্লাহ সরদার সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবীশ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পেশাগত কারণে তারা শহরের রেজিষ্ট্রি অফিস সংলগ্ন কাছারিপাড়ায় আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকেন। বাবা মাঝে মাঝে গোসল করার জন্য শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পৌরদীঘিতে যান। রোববার রাত ৮টার দিকে বাবাসহ দু’জন পৗর দীঘিতে গোসল করতে যান। বাবা শিল্পকলা একাডেমীর পার্কসংলগ্ন ঘাটে মোটর সাইকেল রেখে সাঁতার কাটছিলেন। কিছুক্ষণ পর তাকে তীরে না আসতে দেখে তার বন্ধুরা বাড়িতে খবর দেয়। খবর দেওয়া হয় সদর থানায়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মাহবুবুর রহমান জানান, মহিবুল্লাহ সরদার পানিতে ডুবে যাওয়ার ঘটনা জানতে পেরে সাথে সাথে ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করতে ব্যার্থ হলে খুলনা থেকে ডুবুরী আনার উদ্যোগ নেওয়া হয়। পরে খুলনা থেকে ডুবুরী এসে রাত ১০ টা ১০ মিনিট থেকে পুকুরে নেসেম উদ্ধার তৎপরতা শুরু করেন এবং রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সমর্থ হয় তারা।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, মনে হচ্ছে সাঁতার কাটার একপর্যায়ে তিনি দম হারিয়ে ফেলে পানিতে ডুবে গেছেন। অথবা সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হতেও পারেন। উদ্ধারের পর তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম/এমএম