সাতক্ষীরার কলারোয়া, শ্যামনগর ও দেবহাটায় র্যাবের পৃথক অভিযানে ৭৪১ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িরা হলো, সাতক্ষীরার কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মোঃ জাহিদ হাসান (৩০), শ্যামনগরের রামজীবনপুর গ্রামের মৃত সলেমান গাজীর ছেলে মোঃ আব্দুল হান্নান গাজী (২৮) ও দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের কাউছারের ছেলে আব্দুল আলিম (৩২)।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী সদর দপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ জুন) ভোর রাত সোয়া ১ টার দিকে কলারোয়া থানার বাকসা গ্রামের রিশিপাড়া হেডমাষ্টারের বাড়ির সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবাসহ জাহিদ হাসানকে আটক করা হয়।
এদিকে ২২ জুন সন্ধ্যা ৬টার দিকে সময় শ্যামনগরর নূরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে ৪৬৭ পিস ইয়াবাসহ আব্দুল হান্নান গাজীকে গ্রেপ্তার কওে র্যাব সদস্যরা।
অপরদিকে রাত ৯টার দিকে দেবহাটা থানার পারুলিয়া ব্রিজে ওঠার আগে “আল্লাহর দান” হোটেল সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে ৭৯ পিস ইয়াবাসহ আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন পৃথক এসব অভিযানের সত্যতা নিশ্চিত কওে বলেন, উভয় ৩টি ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম