সাতক্ষীরার শ্যামনগরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা প্রদানে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার (২৪ নভেম্বর) শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের কার্যালয়ে এঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, বুধবার সকাল থেকে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের কার্যালয় চত্ত্বরে পূর্ব ঘোষণা অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকার এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। কিন্তু টিকা দিতে গেলে মাথাপিছু ১৫০ টাকা করে আদায় করছেন সংশ্লিষ্টরা। আর টাকা দিতে না পারলে টিকাও পাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে।
নওয়াবেকী মহাবিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র সুজন বলেন, টিকার জন্য আমার কাছ থেকে আগেই ১৫০ টাকা নিয়েছে। টাকা জমা না দিলে টিকা দেওয়া হবেনা বলেও জানিয়ে দেওয়া হয়।
একই কলেজের একাধিক শিক্ষার্থী জানান, তাদের কাছ থেকেও ১৫০ টাকা করে গ্রহণ করা হয়েছে। টাকা দিতে কষ্ট হলেও পরীক্ষায় অংশ গ্রহণের জন্য দিতে বাধ্য হয়েছে তারা।
এদিকে, টিকা প্রদানে জড়িতরা জানান, সাতক্ষীরা থেকে টিকা আনতে যে খরচ হয়েছে, সেটা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে।
বিষয়টি স্বীকার করে শ্যামনগর সরকারি মহাসিন কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রহমান বলেন, সাতক্ষীরা থেকে টিকা আনতে যে খরচ হয়েছে, সেই টাকাটা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় সাহা বলেন, টাকা নেওয়ার সুযোগ নেই। এটা যদি নেয়, তবে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা নিচ্ছে। স্বাস্থ্য বিভাগের কেউ কারো কাছ থেকে কোন টাকা নিচ্ছে না।
খুলনা গেজেট/ এস আই