সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর গৃহবধূর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় শহরের কামালনগর এলাকায় একটি বাঁশবাগান থেকে গলিত এই মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহত ওই গৃহবধূর নাম তাসলিমা খাতুন (২৫)। সে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের মেয়ে।
নিহতের মাতা আয়েশা খাতুন জানান, তাসলিমার স্বামী মাকসুদুল হক সোহানের সাথে গত ১১ দিন আগে ডিভোর্স হয়। এরপর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে।
গত ২ অক্টোবর সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয় ওইদিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়।
এরপর বুধবার বিকালে পাশ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার গলিত মরদেহ দেখেন স্থানীয়রা। ধারনা করা হচ্ছে তাসলিমাকে সোহান হত্যার পর লাশটি বাশবাগানে রেখে দিয়েছিল।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকান্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
খুলনা গেজেট/ এএজে