সাতক্ষীরায় একই পরিবারের আওয়ামী লীগ নেতা চাচা নজরুল ইসলাম ও তার ভাতিজা রাসেল কবির হত্যা মামলার পলাতক আসামী মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার কুশখালি থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিয়ার রহমান সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হুসেন জানান, ২০১৬ সালে কুচপুকুর গ্রামের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম কদমতলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে খুন হন। অপরদিকে তার ভাতিজা রাসেল কবির ২০১৭ সালের ১০ এপ্রিল সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় ভাড়া বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই দুই হত্যা মামলার পলাতক আসামী মতিয়ার রহমানকে বৃহষ্পতিবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে চারটি মামলায় ৫০ বছরের সাজাপ্রাপ্ত ঝালকাঠীর ইলিয়াস খান ওরফে এজাজ খানকে গ্রেফতার করেছে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ। বুধবার শহরের পলাশপোল এলাকা থেকে তাকে ৭২ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, এজাজ খানের বিরুদ্ধে বরিশালে একটি হত্যা মামলায় ৩০ বছর, ঝালকাঠীর একটি মাদক মামলায় ৬ বছর, খুলনার একটি মাদক মামলায় ৫ বছর এবং ফরিদপুরের একটি মাদক মামলায় ৯ বছর সহ ৫০ বছরের কারাদন্ড রয়েছে। এজাজ সাতক্ষীরায় এসে প্রতারক বাদশা মিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে বিভিন্ন নামে চলাফেরা করতো। একইসঙ্গে সে এ এলাকায় নতুন করে মাদক ব্যবসা শুরু করে।
পুলিশ পরিদর্শক আরও জানান, বুধবার তাকে ৭২ পিস ইয়াবা সহ গ্রেফতার করে বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দিয়েছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।