সাতক্ষীরা জেলাব্যাপী কার্ডধারি স্বল্প আয়ের মানুষেরা রোববার(২০ মার্চ) থেকে অপেক্ষাকৃত কম মুল্যে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন। জেলায় মোট ৭৩ হাজার ৭৯৭ জন কার্ডধারি এ সুবিধা পাবেন। শনিবার (১৯ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হুমায়ুন কবির এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ও জেলা প্রশাসনের তত্বাবধানে রোববারসহ সপ্তাহে দু’বার হৃাসকৃত মুল্যে কার্ডধারিদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে।
প্রথম পর্যায়ে জেলায় ১লাখ ৫১ হাজার লিটার সয়াবিন তেল, ১শ’ ৫১ মে.টন চিনি ও ১ মে.টন ডাল অপেক্ষাকৃত কম মুল্যে বিক্রি করা হবে। এলক্ষ্যে জেলায় ৪৬ জন টিসিবি’র ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
প্রত্যেক ব্যক্তি ২ কেজি মসুরের ডাল, ২কেজি চিনি ও ২লিটার সয়াবিন তেল পাবেন। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এছাড়া ডালের কেজি ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১শ’ ১০ টাকা।
উপজেলাওয়ারী তথ্য দিয়ে জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভায় উপকারভোগীর সংখ্যা ১৭ হাজার ১৪৪জন। এখানে ডিলারের সংখ্যা ৯জন। পৌরসভায় ২ হাজার ৬৯৪টি পরিবার, বল্লী ইউনিয়নে ৬০৮টি, লাবসা ইউনিয়নে ১ হাজার ২৬৮টি, ঘোনা ইউনিয়নে ৬৯৮টি, ভোমরা ইউনিয়নে ১ হাজার ১১৬টি, আলীপুর ইউনিয়নে ১ হাজার ১০০টি, আগরদাঁড়ী ইউনিয়নে ১ হাজার ৩০৯টি, শিবপুর ইউনিয়নে ৯০৪টি, বাঁশদহা ইউনিয়নে ৮৮৯টি, ঝাউডাঙ্গা ইউনিয়নে ১ হাজার ১২৪টি, বৈকারী ইউনিয়নে ৯৪৪টি, কুশখালী ইউনিয়নে ৯২০টি, ধুলিহর ইউনিয়নে ১ হাজার ৩০৯টি, ব্রহ্মরাজপুর ইউনিয়নে ১ হাজার ৫৩টি ও ফিংড়ী ইউনিয়নে ১ হাজার ২০৮টি পরিবার হৃাসকৃত মুল্যে টিসিবি’র এসব পণ্য ক্রয় করতে পারবেন।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই