সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ২০জুলাই মঙ্গলবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৯০ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা গত ২৯ জুন থেকে ২০জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই ভোর রাত সাড়ে ৫টা থেকে রাত ৯ টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মোট ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২১ দশমিক ৫৮ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩৯ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে আরো ৫ জন। জেলায় মোট ১৯০ টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। শনাক্তের হার ২১দশমিক ৫৮ শতাংশ।
তিনি আরো বলেন, মঙ্গলবার ২০জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ১৩৬জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮০৬জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১২৪৮জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩০ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৬জন ও বেসরকারি হাসপাতালে ৪জন রয়েছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ২১৮জন।
উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৩৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৬ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রয়েছে ৪৮ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫৬জন। জেলায় ২০জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮২ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৪৯০জন।
খুলনা গেজেট/ টি আই