খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরও নয় জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে ৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি এক জন করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় ২৪ জুলাই পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১০ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯২ টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ২২৯ জন। জেলায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ১২৩ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৬ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ১৯ জন ও বেসরকারি হাসপাতালে ৭ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৯৭ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৩০ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ৪৯ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮৩ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১০ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!