খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

সাতক্ষীরার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারসহ তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের কারখানায় ও শহরের অদূরে বিনেরপোতাস্থ বিসিক শিল্প নগরীতে অবস্থিত চায়না বাংলা ফুডস এবং রাজ রেস্টুরেন্টে র‌্যাব-৬ খুলনার একটি দল অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। রোববার (১০ অক্টোবর) পৃথকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বেলা ১১ টার দিকে প্রথমে পাটকেলঘাটাস্থ ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে প্রথম অভিযান চালায়। এ সময় ভেজাল মিষ্টি তৈরী ও কারখানার নোংরা স্যাঁত সেঁতে পরিবেশে মিষ্টি তৈরী, দই তৈরীর লাইসেন্স নবায়ন না থাকা ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় মালিক শিব প্রসাদ ঘোষকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়।

জরিমানার আদেশ দেন র‌্যাব-৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিম শাহ। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রবিন্দ্র নাথ সরকার, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসেন সাফায়েত ও বিএসটিআই, খুলনার প্রতিনিধি। র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালতে নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারা, বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারায় এই সাজা প্রদান করা হয়।

এদিকে র‌্যাব-৬ সদস্যরা পরে সাতক্ষীরা বিসিক শিল্প নগরীতে অবস্থিত চায়না বাংলা ফুডস এর কারখানা ও রাজ রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় বিভিন্ন অভিযোগে চায়না বাংলা ফুডসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। রাজ রেস্টুরেন্ট এর মালিক দেবজয় মন্ডলকে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্টুরেন্ট পরিচালনা ও অন্যান্য অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় র‌্যাবের এই অভিযান অব্যাহত রয়েছে।

 

খুলনা গেজেট/এএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!