সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে পানিবন্দি সাধারণ খেটে খাওয়া দিনমজুর উপকূলবাসী। সোমবার দুপুর ১২টায় প্রতাপনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পানিতে ডুবে থাকা ইটের রাস্তায় উপর এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন গাজীর সভাপতিত্বে শতশত বানভাসী মানুষ এই মানববন্ধ কর্মসুচিতে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তার বালেন, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে ইউনিয়নের তিনটি পয়েন্টে বাঁধ ভেঙ্গে প্রায় দশ সহাস্রাধিক পরিবার পানিবন্ধি হয়ে পড়ে। সেই থেকে প্রায় পাঁচ মাস ধরে পানিতে ডুবে রয়েছে প্রতাপনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে সাধারণ খেটে খাওয়া দিনমজুর উপকূলবাসী। শুধু ঘূর্ণিঝড় আম্পান নয় প্রতিবছর আইলা, সিডরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভেঙ্গে ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। তাই উপকূলের মানুষের একটাই দাবি টেকসই বেড়িবাঁধ।
মানববন্ধনে অংশ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজাইফা আল- আমিন বলেন, আইলা, সিডরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলের মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করছে। আমরা এখন একটি স্থায়ী সমাধান চাই। আর তার জন্য প্রয়োজন টেকসই বেড়িবাঁধ। পাওবো’র দায়িত্বে অবহেলার কারণে টেকসই বেড়িবাঁধ হচ্ছেনা । এই অবস্থা চলতে থাকলে এই অঞ্চল একদিন নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মাসুম বিলাহ, হারুন-অর রশীদ (টুকু), জোবায়ের হোসেন (রণি), আজহারুল ইসলাম প্রমুখ।
খুলনা গেজেট/কেএম