খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এই ইসির অধীনে নির্বাচন করবে না এনসিপি : নাসিরুদ্দীন পাটোয়ারী
  নিরপেক্ষতায় উদ্বেগ এনসিপির : মন্তব্যে নারাজ ইসি
  করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার সার্বিক উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি। বুধবার (২১ মে) বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মেইন সড়কের পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন কমিটির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা, উপদেষ্টা ও রাজনীতিবিদ শেখ কামরুল ইসলাম ফারুক, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড় প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইনটি যত দ্রুত কার্যক্রম গ্রহণ করা, আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে সংস্কারসহ প্রাণসায়ের খালের দুই পার্শ্বে সৌন্দর্যবর্ধন এবং দখল হওয়া খাল উদ্ধার করে তা খনন করে পানি প্রবাহ নিশ্চিত করা, সাতক্ষীরা সরকারি কামালনগর ও রসুলপুর কবরস্থানের জায়গা সংকুলান না হওয়ায় জরুরী ভিত্তিতে নতুন কবরস্থানের জায়গা ব্যবস্থা করা, বিনেরপোতা থেকে আশাশুনি সড়ক রামচন্দ্রপুর ও দহাকুলা হয়ে বাকাল চেক পোষ্ট পর্যন্ত সংযোগ সড়ক করা, সাতক্ষীরা জেলার সকল হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকগুলো বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিত করা, সাতক্ষীরা জেলাকে ‘এ’ গ্রেডের জেলা করার লক্ষ্যে তালা উপজেলার পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা করা, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু করা, সীমান্তের ইছামতি নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ,

সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনকে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান চিহ্নিত করার পাশাপাশি পর্যটকদের জন্য মোটেল নির্মাণ করা ইত্যাদি।
এছাড়াও জেলা প্রশাসক বরাবর সাতক্ষীরা পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, সুপেয় পানির ব্যবস্থা করা, পৌরসভার সকল রাস্তাঘাট ও কালভাট সংস্কারের ব্যবস্থা করা, পৌরসদরে ডাষ্টবিনগুলোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা ও ইনসিনেরেটর মেশিনের ব্যবস্থা করা, পৌরসভার ভিতরে যাতে কেউ পুকুর ভরাট করতে না পারে, প্রত্যেক পানির গ্রাহককে মিটার নিশ্চিত করা, শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সৌর্যন্দ বর্ধন করাসহ সাতক্ষীরা পৌরবাসীর উন্নয়নের লক্ষ্যে উল্লেখিত দাবিগুলো স্মারকলিপির মাধ্যমে বাস্তবায়ন করে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!