খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

সাতক্ষীরার চারটির নৌকা ৩, লাঙল ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও অপর একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেছেন। ভোট গণনা শেষে রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিার্টনিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষনা করা হয়।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রাথী ফিরোজ আহমেদ স্বপন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পর্টির সৈয়দ দিদার বকত লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৫৫৩ ভোট।

সাতক্ষীরা-২(সদর) আসনে জাতীয়পার্টি মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জের আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রাথী আফম রুহুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির আলিফ হোসেন পেয়েছেন ১২ হাজার ৪৭৩ ভোট।

সাতক্ষীরাÑ৪ (শ্যামনগর ও কালিগঞ্জের অংশিক) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন এক লাখ ৪০ হাজার ৪৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনএম মনোনিত প্রার্থী এইচ এম গোলাম রেজা নোঙ্গও প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ৯৮৬ ভোট।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!