সাতক্ষীরার কলারোয়ায় অভিযানে একটি ওয়ান শুটার গানসহ একজনকে আটক করেছে র্যাব সদস্যরা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের গোপীনাথপুর বৈদ্যুতিক উপকেন্দ্র (কলারোয়া-১) এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম খন্দকার জামিনুল হক টুটুল (৪০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের খন্দকার ফজলুল হকের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদেও ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর একটি অভিযানিক দল রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের গোপীনাথপুর বৈদ্যুতিক উপকেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে পাকা রাস্তার উপর থেকে একটি ওয়ান শুটার গানসহ খন্দকার জামিনুল হক টুটুলকে আটক করে। বৃহস্পতিবার সকালে তাকে কলারোয়া থানায় পুলিশে সোপার্দ করা হয়।
এঘটনায় র্যাবের পক্ষ থেকে আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই