সাতক্ষীরার সীমান্তের ইছামতি নদীর ভাতশালা এলাকা থেকে হাত, পা ও মাথা কাটা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার (২৮ জুন) দুপুরে মরদেহটি বাংলাদেশ সীমান্তের দেবহাটা উপজেলার ভাতশালা এলাকা থেকে উদ্ধার করা হয় ।
ভাতশালা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সামছুদ্দিন জানান, ভাতশালা টহল ক্যাম্প হতে কিছু দুরে সীমান্তের ইছামতি নদীতে হাত, পা ও মাথা বিহিন একটি মরদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি সেখানে গিয়ে মরদেহটি নদীতে ভাসতে দেখে বিষয়টি দেবহাটা থানা ও বিজিবি অধিনায়ককে অবহিত করে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি একজন নারীর। তবে মরদেহের সাথে মাথা না থাকায় পরিচয় মেলানো খুবই কঠিন হয়ে পড়েছে। মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে স্থানীয়দের ধারনা, মরদেহটি ভারতীয় কোন নাগরিকের হতে পারে। জোয়ারের পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্তপারে এসেছে। মরদেহের হাত, পা ও মাথা যেভাবে কাটা হয়েছে তাতে এমন নিষ্ঠুরতায় হতবাক সীমান্ত পাড়ে বসবাসকারীরা।
খুলনা গেজেট/ এস আই