সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের দুই হাজার পিস ভারতীয় ইয়াবা ও ঔষধ জব্দ করেছে বিজিবি । শুক্রবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা সদরের ঘোনা, বৈকারী, কালিয়ানী, তলুইগাছা, ঝাউডাঙ্গা এবং কলারোয়া উপজেলার মাদরা ও সুলতানপুর সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বৈকারী বিওপির সদস্যরা বলদঘাটা হতে ১ হাজার পিস ও তলুইগাছা বিওপির সদস্যরা কামারবাড়ি হতে আরো ১ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করে।
ঘোনা বিওপির সদস্যরা দাঁতভাঙ্গা বিল হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, কালিয়ানী বিওপির সদস্যরা কালিয়ানী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কলারোয়ার মাদরা বিওপির সদস্যরা চাঁন্দা এবং শ্মশ্বান নামক স্থান হতে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং সুলতানপুর বিওপির একটি আভিযানিক দল পোতাপাড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত ভারতীয় ইয়াবা ও ঔষধের বাজার মূল ১৩ লাখ ৭০ হাজার টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল অঅশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা রাখা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ