সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে জেলা জজ আদালতের মিস আপিল মামলায় রায় হাইকোর্ট বিভাগে স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে জেলা জজ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রিভিশন মামলা দায়ের করা হয়। প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ বাদী হয়ে গত ৫ জানুয়ারি সিভিল রিভিশন মামলাটি দায়েরের জন্য সংশ্লিষ্ট দপ্তরে এফিডেভিট সম্পাদন করেন। যার সিরিয়াল নম্বর ৫৭ এবং এন্টি সিরিয়াল নম্বর ৩৬।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক ল’ ইয়ার সার্টিফিকেটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সার্টিফিকেটের তথ্য অনুযায়ী জেলা জজ আদালতের গত ১৪ ডিসেম্বর ২০২০ তারিখের রায়ের অবজারভেশন ও ডাইরেক্টশন বাতিল পূর্বক গত ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে সাতক্ষীরা সদর সিনিয়র জজ আদালতের আদেশ বহালের আবেদন করা হয়। সোমবার (১১ জানুয়ারী) ভার্চুয়াল শুনানীর পর উক্ত আদেশের উপর স্থগিতাদেশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর জেলা জজ আদালতের মিস আপীল ৩১/২০ নম্বর মামলার রায় এবং আদেশের কিছু অংশ প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক হওয়ায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সিভিল রিভিশন মামলাটি দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা গেজেট/এ হোসেন