সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১১টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে দু’জন সাংসদের মধ্যস্তায় গঠিত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বুধবার (২ মার্চ) সমিতির ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারি ২৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১১ সদস্য বিশিষ্ঠ বিগত কমিটির আটজন পদত্যাগ করার পর গঠণতন্ত্র অনুয়ায়ি অ্যাড. আব্দুল জলিল (১) নির্বাচন কমিশন গঠণ ও গঠণতন্ত্র বহির্ভুতভাবে অ্যাড. এসএম হায়দার কমিশন গঠণের ফলে সমিতিতে অরাজকতা সৃষ্টি হয়। ফলে উদ্ভুত পরিস্থিতি নিয়ে দু’জন সাংসদের মধ্যস্তায় গঠিত হয় বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই কমিশন আগামি ১০ মার্চ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার ১১টি পদে ২৬ জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, সভাপতি পদে সাবেক সভাপতি অ্যাড.এম শাহ আলম, জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, অ্যাড. আলতাফ হোসেন ও অ্যাড. রবিউল ইসলাম খান, সহসভাপতি পদে অ্যাড. মোঃ জিল্লুর রহমান (৩) ও অ্যাড. আব্দুস সামাদ (৪), সাধারণ সম্পাদক পদে অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, অ্যাড. মোজাহার হোসেন কান্টু ও অ্যাড. ইমদাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. সাঈদুর রহমান, অ্যাড. বসির আহম্মেদ ও অ্যাড. আকবর আলী, কোষাধ্যক্ষ পদে অ্যাড. আমিনুর রহমান চঞ্চল ও অ্যাড. শেখ আলমগীর আশরাফ, সহসম্পাদক (লাইব্রেরী) পদে অ্যাড. রেজাউল ইসলাম (বড়) ও আ.ক.ম সামছুদ্দোহা খোকন, সহসম্পাদক (ক্রীড়া) পদে অ্যাড. সিরাজুল ইসলাম (৫) ও অ্যাড. আজিবর রহমান, সহসম্পাদক (মহিলা বিষয়ক) পদে অ্যাড. সেলিনা আক্তার শেলী ও অ্যাড. ফারজানা জাহান টুকটুকি, সদস্য পদে অ্যাড. সাঈদুজ্জামান জিকো, অ্যাড. সায়েদুজ্জামান সায়েদ, অ্যাড. রফিকুল ইসলাম রফিক, অ্যাড. নজরুল ইসলাম জীবন, অ্যাড. লুৎফুন্নেছা রুবি ও অ্যাড. সুনীল কুমার ঘোষ।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির ১১ সদস্য বিশিষ্ঠ বিগত কমিটির আটজন পদত্যাগ করার পর গঠণতন্ত্র অনুয়ায়ি অ্যাড. আব্দুল জলিল (১) নির্বাচন কমিশন গঠণ ও গঠণতন্ত্র বহির্ভুতভাবে অ্যাড. এসএম হায়দার কমিশন গঠণের ফলে সমিতিতে অরাজকতা সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতি সাংঘর্ষিক পর্যায়ে চলে যাওয়ায় সাতক্ষীরা-১ আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ও সাতক্ষীরা-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি গত ২৩ ফেব্রুয়ারি পিপি রুমে বসে ছয়জন আইনজীবী ও জজশীপের পক্ষে একজন বিচারককে রেখে সাত সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন গঠণের ব্যাপারে সিদ্ধান্তে আসেন। সে অনুযায়ি গত ২৪ ফেব্রুয়ারি সাধারণ সভা আহবান করা হলে দু’ সাংসদের সিদ্ধান্ত চুড়ান্ত বলে অধিকাংশ আইনজীবীরা মেনে নেন। একইসাথে আব্দুল জলিল কমিশন তাদের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এদিকে ১৩ মার্চ নির্বাচন করার লক্ষ্যে কার্যক্রম চালাতে থাকে এসএম হায়দার কমিশন। তবে আইনগত জটিলতা দেখিয়ে আইনজীবী সমিতির নির্বাচনে তাদের কোন সদস্য দিতে রাজী না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলমের নেতৃত্বে অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. তপন কুমার দাশ, অ্যাড. আজাদ হোসেন বেলাল, অ্যাড, সুভাষ চক্রবর্তী ও অ্যাড আল আমিনকে নিয়ে ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। পহেলা মার্চ ওই নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিল, আপত্তি শুনানী শেষে ৪৮৫ জনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ২ মার্চ নির্বাচন কমিশন মনোনয়ন বিক্রি, মনোনয়ন পত্র জমা ও যাঁচাই বাছাই শেষে ২৬জন প্রতিদ্বন্দির চুড়ান্ত তালিকা প্রকাশ করে। ৩ মার্চ মনোনয়নপত্র পত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার হবে।
খুলনা গেজেট/এএ