খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

সাতক্ষীরা উপকূলের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা উপকূলের জলাবদ্ধতা নিরসনে ও নদী ভাঙ্গনরোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত উপকূলবাসি। প্রেরণার সহযোগিতায় ইয়ূথ ভলেন্টিয়ার এনগেজমেন্ট কমিউনিটি ডেভোলপমেন্ট সোমবার (৩০ আগষ্ট) সকাল ১১টায় শ্যামনগরের মুন্সীগঞ্জ বাজারে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।

অধ্যাপক আশেক ই লাহীর সভাপতিত্বে পুফ এর কো-অর্ডিনেটর শেখ শরীফ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী, প্রেরণার কনসালটেন্ট মৃণাল সরকার, জাগো যুব ফাউন্ডেশনের পরিচালক শেখ ফারুক হোসেন, প্রথম আলোর সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা জাহিদা জাহান মৌ, মুন্সীগঞ্জ ইউপি সদস্যা সেলিনা সাঈদ, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদ বিলাল হোসেন, রুপান্তরের শ্যামনগর সমন্বয়কারি মোহাম্মদ আব্দুল হান্নান, শ্যামনগর পুফ সমন্বয়কারী বিবেকানন্দ সরকার, পুফ এর সদস্য তাপস সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলে অতি বৃষ্টি ও নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগের কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া ঘুর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। প্রতি বছরে অন্ততঃ কয়েকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয় উপকূলীয় এলাকায় বাসবাসকারি মানুষ। ফলে এমন পরিস্থিতির শিকার হয়ে উপকূলের বহু মানুষ গৃহহারা হয়ে এলাকা ছেলে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। আবার নদী ভাঙ্গনের কারণে জলাবদ্ধতার শিকার হয়ে বহু মানুষ মানবেতর জীবন যাপন করতে বাধ্য হয়। বক্তারা উপকূলের জলাবদ্ধতা নিরসনে সরকারি ভাবে উদ্যোগ গ্রহণের পাশাপাশি নদী ভাঙ্গনরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!