খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

সাকিবের ছুটি মঞ্জুর, যাবেন না নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

তিনি নিউজিল্যান্ড যেতে চান না, এ গুঞ্জন ছিল আগে থেকেই। তবুও সাকিব আল হাসানকে রাখা হয়েছিল স্কোয়াডে। তখন বলা হয়েছিল, অনানুষ্ঠানিক ছুটি চেয়েছেন তিনি। পরে সাকিব আনুষ্ঠানিক ছুটিও চেয়েছেন। সেটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেটে আলোচনার সিংহভাগ জুড়ে থাকেন সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের অক্রিকেটীয় কর্মকাণ্ড হোক, আলোচনা তার নিত্যসঙ্গী। এবার নতুন করে আলোচনায় সাকিব। আসন্ন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে নাম থাকলেও ছুটি চেয়ে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার। সাকিবের এ আচরণে ক্ষুব্ধ নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপে ইনজুরিতে পড়া সাকিব পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে দলে ফিরেছেন। ইনজুরি আর বিশ্রাম পর্ব শেষ করে ফিরে এখন পারিবারিক কারণে বিরতি চেয়ে চিঠি দিয়েছেন। তার ছুটি মঞ্জুর করলেও বিসিবি সভাপতি বলছেন, আগামী জানুয়ারি মাসে পুরো বছরের সূচি জানাতে হবে খেলোয়াড়দের। তারা কখন খেলতে পারবেন, কখন পারবেন না সেটি চূড়ান্ত করতে হবে।

আজ (সোমবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘ব্যাপারটা হচ্ছে যার বিশ্রামের প্রয়োজন তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। সাকিবের ব্যাপারটা কিন্তু আলাদা, ও তো আর ইনজুরিতে নেই কিংবা বিশ্রামও চায়নি। ও বিরতি চেয়েছে পারিবারিক কারণে। কাজেই জিনিসটা কিন্তু এক না, এটা বিশ্রাম না। অবশ্যই সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এটাতে কোনো সন্দেহ নেই।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘আমরা যে জিনিসটা বলে আসছি সেটি হলো কেউ যদি খেলতে না চায়, বিশ্রাম চায়, বিরতি চায় এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে হতে হবে, আগাম জানাতে হবে। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা।’

নিউজিল্যান্ড সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেখানে সাকিবের নাম থাকলেও তিনি ছুটি চেয়ে আবেদন করেছেন। শেষ মুহূর্তে সাকিবের বিকল্প বেছে নিতে বেশ বেগ পেতে হচ্ছে দলকে। এজন্য আগামী বছরের শুরু থেকেই শক্ত পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি।

পাপনের ব্যাখ্যা, ‘জানুয়ারি থেকে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, পুরো পরিকল্পনা বলে দিতে হবে। কোনো বিশ্রাম লাগলে বা বিরতি লাগলে এটা যেন আমাদের আগে জানানো হয়। তাহলে বিকল্প খেলোয়াড় আমরা তৈরি করে রাখতে পারব।’

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!