দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটক ও হেনস্থা করার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এস এম নজরুল ইসলাম, মোঃ শাহ আলম, সোহরাব হোসেন, এস এম নূর হাসান জনি, মাহবুবুর রহমান মুন্না, মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, সুনীল কুমার দাস, এ এইচ এম শামিমুজ্জামান, রকিব উদ্দিন পান্নু, এস এম কামাল হোসেন, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, আনোয়ারুল ইসলাম কাজল, সোহেল মাহমুদ, হেদায়েৎ হোসেন মোল্লা, উত্তম সরকার, শেখ আল এহসান, মোহাম্মদ মিলন, নেয়ামুল হোসেন কচি, রীতা রানী দাস, শামীম আশরাফ শেলী প্রমূখ।
খুলনা গেজেট/এনএম