খুলনা, বাংলাদেশ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ১ মে, ২০২৪

Breaking News

  ৫২ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে
  আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল-মাদ্রাসা
  হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় বশেমুরবিপ্রবির প্রথম সাফল্য আনিছ মুন্সীর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৫তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মেধাতালিকায় ৭১তম হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী আনিছ মুন্সী।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে ৭১তম স্থান অধিকারী আনিছ মুন্সী বশেমুরবিপ্রবি আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের সই করা চূড়ান্ত ফলাফলে জানা যায়, মোট ১০৩ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফল প্রকাশ করা হয়।

মেধাতালিকায় থাকা ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও তিনজন মিলিয়ে মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ও চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রাজিউর রহমান বলেন, আইন বিভাগের ১ম ব্যাচের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী আনিছ মুন্সী ১৫তম বিজেএস পরীক্ষায় সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় আইন বিভাগ পক্ষান্তরে বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। আমরা তার এই সফলতায় অত্যন্ত আনন্দিত। এই ফলাফলের দ্বারা বাংলাদেশের বিচারাঙ্গনে আমাদের যাত্রা শুরু হলো এবং ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা আরো সফলতার স্বাক্ষর রাখবে বলে আমাদের বিশ্বাস।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!