খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪
  ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করলেন ট্রাম্প

সফল আকাঙ্খা মাঝে

আবদুস সালাম খান পাঠান

সকলেই তো চায় সুন্দর সুষম বাসযোগ্য
পৃথিবীর স্বপ্নের আস্বাদ। পুণ্যময় জীবন।
ইসলামে নিহিত স্বচ্ছ পয়গাম, যা সুমহান
একটি নিয়ামত। সকল পুরস্কার একাগ্র আরাধনায়

জীবনের ছায়াতলে অপেক্ষা করে –
অনেক সম্ভাবনার ঐশ্বর্য, জ্ঞানের
আলোক মালা। যার মধ্যে ধর্মীয় চেতনা।
ক্রমাগত জীবন তরঙ্গে ডুবে যায় সূর্য,
ডুবে চাঁদও নক্ষত্র মালা, এক বিস্ময় ভাবনা।

আকাশের সীমানা প্রান্তে কি আছে?
রহস্যময় ! সকলি অসীম কুদরত
স্রষ্টার সৃষ্টি অপূর্ব মহান, মহিমার

অন্ধকার দু:স্বপ্নে ঘেরা পৃথিবীর
মাঝে একমাত্র যত আশা-
আকাঙ্ক্ষা সবই বাস্তবের সফলতা
আল্লাহরই ইচ্ছায়। সকল
ক্ষমতার উৎস মহান তিনিই
প্রজ্ঞাময়, দয়াময় প্রভু। সফলতার
মালিক তিনি জ্ঞানবান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!