আমি দেখেছি,
বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত রফিকউদ্দিনের
রক্তাক্ত মগজ; মেডিকেলের বেডে পড়ে থাকা
আব্দুস সালামের মুমূর্ষু দেহের রক্তচক্ষু;
শফিউরের কলিজা থেকে আসে বর্ণমালার গন্ধ;
বরকতের বুকের তাজা রক্তে লেখা ভাষা, মোদের বাংলা ভাষা।
দেখেছি আমি,
ড. শামসুজ্জোহার রক্তে আঁকা আইয়ুব খানের মৃত্যুপুরী; সত্তরের ব্যালটে ছাপা ভুট্টোর কালিমাময় মুখচ্ছবি। দেখেছি আরো, এক হাজার নয়শত একাত্তর বছর পূর্বের কম্পিত
তারুণ্যের জয়ধ্বনি , যার কম্পনে বারুদের মতো
ভস্মীভূত হয় রাক্ষসরাজের কৃপাণ।
আমি দেখেছি,
নূর হোসেনের আপদমস্তক জুড়ে স্বৈরাচারের বিনাশ বাণ;
দেখেছি আরো, দুই হাজার চব্বিশ বছর পরে ‘আবু সাঈদের’ তাজা রক্তে হাবুডুবু খায় অত্যাচারীর বুলেট-বোমা;
মুগ্ধ আমাকে ডেকে বলে,
স্বাধীনতা লাগবে স্বাধীনতা?
স্বাধীনতা লাগবে স্বাধীনতা?
আমি মহাকাশের পানে দৃষ্টি নিক্ষেপ করে স্তব্ধ হয়েছি,
ভাষা খুঁজে পায়নি অশ্রুসিক্ত চক্ষুদ্বয়।
খুলনা গেজেট/এনএম