খুলনার বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন, মহসেন, সোনালি, আফিল, এ্যাজাক্স, জুট স্পিনার্সসহ সকল জুট মিল চালু ও চুড়ান্তবকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়কে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ২ ঘন্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত।
২৪ ফ্রেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় খুলনা বিভাগিয় শ্রম পরিচালকের দপ্তরে শ্রম পরিচালক মিজানুর রহমান আন্দোলনরত শ্রমিক নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন, বৈঠকে তিনি বলেন মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ও খুলনা জেলা প্রশাসক ও শ্রম অধিদপ্তর খুলনার পক্ষ থেকে কার্যক্রম শুরু হয়েছে,অতিদ্রত মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা জেলা প্রশাসক ও শ্রম অধিদপ্তরের মাধ্যমে পরিশোধ করা হবে, আফিল জুট মিলের মালিককে আগামি মার্চ মাসের ৩ তারিখে শ্রম কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।
এ ছাড়া এ্যাজাক্স , সোনালি, জুট স্পিনার্স মিলের বকেয়া পাওনা পরিশোধের ব্যাপারে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে । শ্রম পরিচালক মিজানুর রহমান শ্রমিক নেতাদের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিতের অনুরোধ করেন। প্রায় ১ ঘন্টা বৈঠক শেষে আন্দোলনরত শ্রমিক নেতা বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান আজ বৃহস্পতিবার রাজপথ-রেলপথ অবরোধ কর্মসুচি স্থগিত করেন।
এব্যাপারে সার্বিক বিষয় নিয়ে এক জরুরি বৈঠক বৃহস্পতিবার বিকাল ৪ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক ইউনিয়নে অনুষ্ঠিত হবে । শ্রম পরিচালকের দপ্তরে শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন, বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ওয়াহিদ মুরাদ, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, কাবিল আহম্মেদ, নিজামউদ্দিন, শেখ এলাহী, প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, মিহির রঞ্জন বিশ্বাস, বক্তিয়ার সিকদার, শহিদুল সর্দার, আমির মুন্সি প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, অতি দ্রুত ব্যক্তিমালিকানাধীন জুটমিলস শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করা না হলে পুণরায় আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।
খুলনা গেজেট/কেএম