সাতক্ষীরার শ্যামনগরে সবজির বাজার রক্ষার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন পালন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু সাঈদ, সমাজ কর্মী মাহবুব এলাহী, ব্যবসায়ী আব্দুর রহমান, আক্তার হোসেন, মঙ্গল মন্ডল, রাইসুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশকে অপব্যাখা করে উপজেলা প্রসাশনের কতিপয় কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে সবজির বাজারের চাঁদনি উচ্ছেদ করে তা অব্যবসায়ীদের ইজারা দিয়ে ক্ষুদ্র সবজি ব্যবসায়িদের পেটে লাথি মেরেছেন। ঘন্টা ব্যাপী মানববন্ধনে মাথা ও সশরীরে সাদা কাফনের কাপড় পরে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বক্তারা এ সময় সবজির বাজার রক্ষার জোর দাবি জানান।
খুলনা গেজেট/এনএম