সাতক্ষীরার শ্যামনগরে মসজিদের ইমাম মাওলানা ইসরাফিল হোসেনের আত্মহননের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহের ময়না তদন্ত শেষে শুক্রবার (৩ মার্চ) বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেশ কয়েকদিন ধরে মানষিকভাবে বিপর্যস্ত থাকার কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করছে পুলিশ।
আত্মহননকারি ইমাম মোঃ ইসরাফিল হোসেন (৩৫) সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মোঃ অমেদ আলী মোল্লার ছেলে।
প্রসঙ্গতঃ বৃহস্পতিবার (২ মার্চ) রাতে শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্টান্ড সংলগ্ন উত্তরপাড়া নূর জামে মসজিদে এশারের নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিরা দেখেন ইমাম ইসরাফিল হোসেন গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়। তাদের ধারণা, মাগরিবের নামাজের পরে মুসল্লিরা সবাই চলে গেলে ইসরাফিল নিজে ফ্যানের সাথে গলায় ফাঁস দেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ রাতেই ইমামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলাম বাদল বলেন, কেউ অভিযোগ না করায় এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত শেষে ইমামের মরদেহ শুক্রবার বিকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, ইমাম মোঃ ইসরাফিল হোসেন বেশ কয়েকদিন ধরে মানষিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানায়। ধারনা করা হচ্ছে মানষিকভাবে বিপর্যস্ত থাকার কারণে তিনি নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।