নগরীর শিরোমণি বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে। ১৩ মার্চ রবিবার দুপুর ১২টায় শিরোমণি বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়।
এসময়ে মেসার্স খান ফার্মেসীতে মেয়াদউর্ত্তীন ঔষধ রাখায় ৪ হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার এবং সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক শরীফা সুলতানা নেতৃতে এ অভিযান পরিচালনা হয় ।
এ সময় ৩য় এপিবিএন আর্মড ব্যাটালিয়ন ভোক্তা অধিদপ্তরের অভিযানে সহযোগিতা করেন ।