যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় অবস্থিত কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির গার্ড অব অনার, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিজয় দিবস উপলক্ষে সকাল ১১টায় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে:কর্ণেল সেলিম রেজার নেতৃত্বে বিজিবি একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে পৃথকভাবে নূর মোহাম্মদের পরিবার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন,৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর তৌফিকুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।
অন্যদিকে শার্শা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। সাথে ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মুক্তিযোদ্ধারা, বিভিন্ন সরকারী বেসরকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমানের নেতৃত্বে কাস্টমস হাউজের স্মৃতি সৌধে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, সাথে ছিলেন অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম।
খুলনা গেজেট/এ হোসেন