যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি সোনার বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত সোনারবারের মূল্য প্রায় দুই কোটি টাকা।
শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক মোনতাজ হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শুক্রবার (১৯ আগস্ট) সকালে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পারে বিজিবি। এ তথ্যের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে এক সোনা পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৯৮৫ গ্রাম। মূল্য প্রায় দুই কোটি টাকা।
সোনাসহ আটক আসামি মোনতাজকে শার্শা থানায় সোপার্দ ও মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস