যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি। তবে এরই মধ্যে নৌকার প্রচার মিছিলে হামলার অভিযোগ করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বাগআঁচড়ার বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী ইলিয়াছ কবির বকুল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর নির্বাচনের জন্য এখনো প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। তবে আমি নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে এলাকায় প্রচারণা শুরু করেছি। এরই মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক ও তার ক্যাডাররা রবিবার রাতে ইউনিয়নের বামুনিয়া সনাতনকাঠি বাজারে আমার একটি প্রচার মিছিলে হামলা চালায়। এ হামলায় ২৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে আনোয়ারুল হোসেন আনার (৪৫), আব্বাস আলী কবির (৪৫), মজিদ হোসেন (২৬), আরিফ হোসেন (২১) ও আলফি হাসানকে (২৮) গুরুতর অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই