খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

 শার্শা সীমান্তে ৯ টি সোনার বারসহ দুই পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ ২ যুবককে আটক করেছে বিজিবি। বুধবার দুপুর ২ টার দিকে তাদের বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া ৯টি স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা

আটক হওয়া ২ যুবক হলো, নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার পাঁচভুলোট সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করে। পরে বিজিবি ধাওয়া করে তাদের ধরে ফেলে। ক্যাম্পে নিয়ে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে। এ নিয়ে গত এক বছরে ২১ বিজিবি ৩৩তম চালানসহ ১শ’ কেজিরও অধিক স্বর্ণেরবার এবং ৩৬ জন পাচারকারীকে আটক করেছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা। পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারের কোষাগারে জমা করা হবে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!