খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই
  ৩ ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে পুনরায় কারফিউ চলছে

শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাশিদা বেগম (৫০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাশিদা বেগম উপজেলার সোনাতলা গ্রামের মো. সবুর মুন্সির স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাশিদা বেগম নলবুনিয়া গ্রামে ভাইয়ের বাড়ির থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ‘বি এম লাইন’ নামের একটি যাত্রীবাহী বাস যাত্রী নামানোর পরে চালক বাসটি  ঘোরাতে গিয়ে পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, “বাসটি ঘোরানোর সময় রাশিদা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাসটি জব্দ করা হয়েছে এবং মৃতদেহ থানায় আনা হয়েছে। স্বজনদের আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক ব্যবস্থার অভাব ও অপরিকল্পিতভাবে বাস পার্কিংয়ের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!