আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে ৭ দফা আদায়ের জাতীয় সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখা মিছিল ও পথসভা করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এ সময় পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী মো. জাহিদুজ্জামান নান্না, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী ও পেশাজীবি বিভাগের সভাপতি মো. আব্দুল কাদের মুন্সি প্রমূখ।
আগামী ১৯ জুলাই দুপুর ২ টায় ঢাকার সোহরাওয়াদী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে