শর্ত সাপেক্ষে আগামীকাল ৯ থেকে ১৩ এপ্রিল তারিখ মেয়াদে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনার দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
দোকানপাট ও শপিংমলসমূহে সকল ক্রেতা ও বিক্রেতাদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান, নূন্যতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখাসহ সকল স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসব শর্তাবলী খুলনা জেলা ও মহানগরের সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সকল তথ্য জানানো হয়েছে।
খুলনা গেজেট/এমএম