সাতক্ষীরায় শপথ নিলেন কালিগঞ্জ উপজেলার নব নির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস ও সহকারি কমিশনার জুবায়ের হোসেন প্রমুখ।
শপথ গ্রহণকারি নব নির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যান হলেন কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৩ নং চাম্পাফুল ইউনিয়নের মোজাম্মেল হক গাইন, ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দ মন্ডল, ৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ৭ নং তারালী ইউনিয়নের এনামুল হোসেন ছোট, ৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের নাজমুল ইসলাম নাঈম, ৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নের গাজী শওকত হোসেন, ১১ নং রতনপুর ইউনিয়ন পরিষদের আলিম আল রাজি ঠোকন ও ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে কৃষ্ণনগর ইউপি নির্বাচন নিয়ে পরাজিত এক প্রার্থী হাইকোর্টে রিট করায় এই ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে এখনো গেজেট প্রকাশিত হয়নি। এছাড়া নলতা ইউপি নির্বাচনে বিজয়ী আজিজুর রহমান পবিত্র ওমরা হজ¦ব্রত পালনে দেশের বাইরে থাকায় তিনি শপথ অনুষ্ঠানে হাজির হননি।
খুলনা গেজেট/এনএম