নড়াইলের লোহাগড়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার(১৪মে) বিকেল ৩ টায় লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ। শুভেচ্ছ বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা পুলিশ সুপার মো. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শ্বাসত শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহান প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা চলবে ১৬ মে পর্ষন্ত। মেলায় স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক ১২ টি স্টিল রয়েছে।
খুলনা গেজেট/এএজে