খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৫৬

লোহাগড়া কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। লোহাগড়া উপজেলার সাধারণ কৃষক লোহাগড়া নড়াইল এর আয়োজনে সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার সামনে ঢাকা-যশোর মহাসড়কের পাশে কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন, যা কৃষকদের সেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত করছে।

নাম প্রকাশ না করার শর্তে কৃষি অফিসের কর্মচারীরা অভিযোগ করে বলেন, কৃষি কর্মকর্তা তাদের সাথে অসম্মানজনক আচরণ করছেন এবং বিভিন্ন প্রশাসনিক কাজ কঠিন করে তুলেছেন।

অভিযোগের মধ্যে রয়েছে- অফিস স্টাফদের সাথে দুর্ব্যবহার, ফটোকপি করার ক্ষেত্রে অতিরিক্ত জটিলতা, প্রকল্পের বরাদ্দের তথ্য গোপন রাখা, প্রণোদনার সেবায় প্রয়োজনীয় উপকরণ না দেয়া, কৃষকদের জন্য সহায়তার অভাব, সরকারি গাড়ির অপব্যবহার এবং সমুদয় কার্যক্রমের দুর্বল বাস্তবায়ন। এছাড়া অফিসে অন্যায়ের প্রতিবাদ করলে কর্মচারীদের হেনস্থা করা হয়।

এসব কারণে অফিসের পরিবেশ অত্যন্ত নেতিবাচক হয়ে পড়েছে এবং কৃষকদের সেবা প্রদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষকরা এর দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. গিয়াসউদ্দিন জুয়েল, মো. ফিরোজ হোসেন, রাহাত সরদার,সোহেল রানা, রিপন শেখ, ইকরাম মল্লিক, রনি শেখ, রবিউল খন্দকার, মান্না শেখ, সৈয়দ আশরাফ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আকিদুল সরদার, মিলন মুন্সি, রমজান কাজী, আবু বক্কার শেখ, শামীম কাজী, নজরুল শেখ, শাহ আলম মোল্লা, রবিন ফকিরসহ প্রমুখ।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের অপসারণের দাবি জানিয়েছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!