লোটো বাংলাদশের বর্ষপুর্তি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা এবং লোটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম এই ক্যাম্পেইনের উটবোধে করেন।
বর্ষপুর্তি উপলক্ষ্যে লোটো খুলনা এবং বাগেরহাট আউটলেটে সকল প্রোডাক্ট চলবে ২০% ডিসকাউন্ট, ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত। বিশ্বের অন্যতম শীর্ষ স্থানীয় স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটো ১১০ টিরও বেশি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে লোটো স্পোর্ট ইতালিয়ার একমাত্র লাইসেন্সি- এক্সপ্রেস লেদার প্রডাক্টস লিমিটেড দেশ জুড়ে ২০০টিরও বেশি লোটো আউটলেটের মাধ্যমে নাম্বার ওয়ান ইতালিয়ান ব্র্যান্ড লোটো’র টেকনোলজি সমৃদ্ধ পণ্যসামগ্রী বাজারজাত ও বিক্রয় করে তরুণদের মাঝে দারুণ সমাদৃত হয়েছে।
খুলনা গেজেট/এনএম