খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৬ষ্ঠ বছরে পদার্পণে খুলনা গেজেট’র সকল পাঠক, লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে আন্ত‌রিক শুভেচ্ছা
র‌বিবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল

খুলনা এখন খুনের নগরীতে পরিণত হয়েছে : বক্তারা

গেজেট ডেস্ক

আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, রগ কাটা রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের। গত ৫ আগস্ট দীর্ঘ দেড়যুগের অবর্ননীয় নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, সোয়া লাখ গায়েবি মামলা, ইতিহাসের বর্বরতম ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে দেশ, জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করলেও দেশকে আবারো অশান্ত করার পায়তারা করা হচ্ছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, গত ১৬বছর ধরে নিপীড়িত দলের নির্যাতিত নেতাকর্মীরা গুপ্ত রাজনৈতিক দলের অপপ্রচারের মুখে পড়েছেন। গুপ্ত রাজনৈতিক দলের অপকর্ম একতরফাভাবে চালালেও, মিডিয়া ক্যু’র মাধ্যমে তা দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চাপানো হচ্ছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এ ঘটনায় সত্য উদঘাটন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর। দুয়েকটি রাজনৈতিক দল মিছিল করছেন, বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।

বিএনপি নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিভাবে পায়ের রগ কাটা হয়েছে, কিভাবে বাসের ভেতর থেকে ছাত্রদল নেতাকে ধরে বিনোদপুর গ্রামে নিয়ে হত্যা করা হয়েছে।

বিএনপির ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে যারা ফায়দা লোটার অপচেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না। দৌলতপুরে পায়ের রগ কেটে হত্যা করা হলো। এটা কিন্তু তারা বলছেন না? চাঁদপুরে পবিত্র মসজিদে ঢুকে ইমামকে কুপিয়েছে-এটাও বলছেন না ওই গোষ্ঠি।

মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, খুলনা নগরী এখন খুনের নগরীতে পরিনত হয়েছে। খুন, অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাট নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানসহ গত ১০মাসে মহানগরীতে ২৭টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুলনার পুলিশ প্রশাসনের উদাসিনতায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সভা থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সম্পূর্ন ব্যর্থ হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মুর্শিদ কামাল, সৈয়দা রেহেনা ঈসা, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মো. মজিবুর রহমান, মিজানুর রহমান মিলটন, আব্দুল আজিজ সুমন, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, রবিউল ইসলাম রুবেল, অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, মোল্লা সোহাগ হোসেন, নাসির উদ্দিন নাসির প্রমুখ।

সভা থেকে খুলনা মহানগরীতে সংঘটিত ধারাবাহিক হত্যাকাণ্ড, মাদকের সম্প্রসারণ ও মাদক ব্যবসায়ীদের দৌরত্ব, চাঁদাবাজি ও দখলবাজি সন্ত্রাসীদের দৌরত্মে এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে রবিবার বিকাল ৪ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহিত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!