খুলনার রূপসা উপজেলার দু’টি বাজারে তদারকিকালে ৮টি প্রতিষ্ঠানকে ৬৫০০টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার দু’টি বাজারে তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ৮টি প্রতিষ্ঠানকে ৬৫০০টাকা জরিমানা করা হয়। এসময় আলু ও পেয়াজের পাইকারি ও খুচরা মূল্য যাচাই করা হয়। একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এআইএন