খুলনায় তাপস পাল (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের গিলাতলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার গোপাল চন্দ্র পালের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় তাপস পাল সকালে পানের বরজে কাজের উদ্দেশ্যে বের হয়। কিন্তু দুপুরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ে। পরে সদস্যরা তাকে খুঁজতে বের হয়। অবশেষে বাড়ির পাশের একটি বাগানের কড়াই গাছের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত তাপস পাল দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। সেই দুঃখে ও ক্ষোভে কড়াই গাছের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তাপস পালের একটি ছেলে রয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন বলেন, তাকে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের গিলাতলা গ্রামের একটি কড়াই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা তিনি বলতে পারেননি।