করোনা পরবর্তী রিয়াল মাদ্রিদ অসাধারণ ফুটবল উপহার দিয়ে শিরোপা জিতেছে। তবে করোনা পরবর্তী সময়ে বার্সেলোনা নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে পথ হারিয়েছে তাতেও নেই খুব একটা সংশয়। বৃহস্পতিবার রাতে বার্সেলোনা ঘরের মাঠে ওসাশুনার বিপক্ষে হেরেছে ২-১ গোলে।
রিয়াল মাদ্রিদের শিরোপা উৎসবের দিনে মাথা নিচু করে মাঠ ছেড়েছেন মেসিরা। ম্যাচের ১৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ওসাশুনা। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মেসি অসাধারণ এক ফ্রি কিকে গোল করে দলকে সমতায় ফেরান। কিন্তু যোগ করা সময়ে আবার গোল দিয়ে ঘরের মাঠে বার্সাকে স্তব্ধ করে দেয় ওসাশুন।
বার্সেলোনার জন্য ম্যাচটা ছিল শিরোপার লড়াইটা শেষ ম্যাচ পর্যন্ত নিয়ে যাওয়া। নিজেদের জয় নিশ্চিত করা এবং ভিয়ারিয়ালের কাছে রিয়ালের পয়েন্ট হারানোর প্রার্থনা করা। কিন্তু ঘটলো উল্টোটা। রিয়াল ঠিকই তুলে নিল ২-১ গোলের জয়। আর বার্সা শেষ করল হেরে। করোনা পরবর্তী ১০ ম্যাচ খেলে পয়েন্ট হারাল চারটিতে। লিগ শেষ করল হতাশায়।
বার্সার এই পয়েন্ট হারানো এবং রিয়ালের জয়ের মধ্যে দিয়ে সাত পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করল লস ব্লাঙ্কোসরা। দু’দলের হাতে আছে এখনও একটি করে ম্যাচ। ২০১৬-১৭ মৌসুমের পর রিয়াল মাদ্রিদ আবার জিদানের অধীনে লিগ শিরোপা নিশ্চিত করল।
খুলনা গেজেট/এএমআর