রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকায়ন করে খুলে দেওয়া এবং শ্রমিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বামগণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টি মাকর্সবাদীর কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেছেন।
রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকায়ন করে খুলে দেওয়া এবং শ্রমিক নেতৃবৃন্দ স্মারক লিপির মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট দেশের রাষ্ট্রায়াত্ব পাটকল সমূহ বন্ধ নয় আধুনিকায়ন করে সকল শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, পাটকল সমূহ রক্ষার্থে গড়ে ওঠার আন্দোলনের গ্রেফতারকৃত নেতৃবৃন্দদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আরো উল্লেখ করেছেন রাষ্ট্রায়াত্ব পাটকলসমূহ বন্ধ হওয়ায় এর সঙ্গে সংশ্লিষ্ট ৪ কোটি মানুষ বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।
বামগণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টি মাকর্সবাদীর কেশবপুর উপজেলা শাখার সমন্বয়ক মফিজুর রহমান নান্নুর নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মাজিদুল ইসলাম, সাইফুল ইসলাম, সমীর দাস প্রমুখ।
খুলনা গেজেট/এনএম