মাহফুজুর রহমান রাব্বির ঝোড়ো ব্যাটিংয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। বাঁচা-মরার ম্যাচে অস্ট্রেলিয়ার দল পার্থ স্করচার্সের বিপক্ষে জিতেছে আকবর আলীর দল।
শনিবার (১৭ আগস্ট) পার্থ স্করচার্সকে ৩ উইকেটে হারিয়েছে আকবরের নেতৃত্বাধীন এইচপি দল। পার্থের দেয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
আগে ব্যাট করে পার্থ দাঁড় করিয়েছিল ১২৯ রানের সংগ্রহ। ৫৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তেগুয়ে উইলি। এছাড়া বেক্সটার হোল্ট করেন ২৬ বলে ৩৪ রান। এইচপির হয়ে রিপন মন্ডল ও রাকিবুল হাসান নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি।
সেই ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩ বল হাতে রেখেই সেখানে পৌঁছায় এইচপি। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক আকবর আলি। তার ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ৩ ছক্কায়। এছাড়া ১০ বলে ১ চার ও ২ ছক্কায় ২৫ রান করেন মাহফুজুর রহমান রাব্বি। ২৬ বলে ২৬ রান করেন ওপেনার জিশান আলম। মাত্র ৮ রান খরচায় পার্থের হয়ে ৩ উইকেট শিকার করেছেন ম্যাথু কেলি। জেয়ি রিচার্ডসনের ঝুলিতে গেছে আরও ২ উইকেট।
৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট আদায় করে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে বাংলাদেশ এইচপি। সমান পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থাকায় চারে অবস্থান অ্যাডিলেইড স্ট্রাইকার্সের। শেষ ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হয়েছে এসিটি। সেই ম্যাচে এসিটি বড় ব্যবধানে জিতলে কপাল পুড়তে পারে অ্যাডিলেইডের।
৯ দলের টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ। ৬ ম্যাচের মধ্যে চারটিতে জিতে শীর্ষে অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটিরি। ৫ ম্যাচের মধ্যে চারটি জিতে দুইয়ে পাকিস্তান শাহিনস। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল।
খুলনা গেজেট/এমএম